Sunday, 1 March 2020

তার যোগ্যতার কারনে অনেক স্মার্ট মানির পছন্দের শীর্ষে আস্তে পারে

#HAKKANIPUL- তার  যোগ্যতার কারনে অনেক স্মার্ট মানির পছন্দের শীর্ষে আস্তে পারে


চার্ট প্যাটার্ন অনুসারে এই শেয়ারেরে একটা গ্রোথ আসবে সামনে , যা সাধারণ ভাবে কারো ই চোখে পরার নয় , কারন সব কিছু সবার চোখে ধরা পরবে না এটাই স্বাভাবিক । আপনি তখই ই দেখতে পারবেন যখন এটাই বাস্তব রূপদান  হবে।

তার ব্যবসায়িক পরিসর আগের থেকে অনেক বাড়ছে , তাই এর থেকে সুফল আসবেই ...

সুফলটা হয়তো আস্তে আস্তে ভয়ংকর রূপ দান করবে এক সময় ... এখন কিন্তু তার ইফেক্ট পরতে শুরু করেছে ,কিন্তু তা আপনার চোখে এখন ধরা পরছে না । তার ইতিমদ্ধে ইপিএস এ গ্রোথ আস্তে শুরু করেছে ...। সে তার লস রিকাভার করতে শুরু করছে ... আশা করা যাচ্ছে খুব শুগ্রই তার ইপিএস এ পজেটিভ ফিগার ফিরে পাবে ।
এই শেয়ারের ফিউচার আপনার আমার কারোর পক্ষে ই প্রেডিক্ট করা সম্ভব না । কারন এই মার্কেট আর শেষটা কোথায় সেটা কেউ জানে না , এটা কেবল ডিমান্ড এন্ড সাপ্লাই আর ভীত্তিতে তার প্রাইচ নির্ধারণ করা হয়ে থাকে । এই কারনেই অনেক শেয়ারের প্রাইচ ১০ টাকার শেয়ার ২ টাকার ও নীচে এবার ১০ টাকার শেয়ার ২০০০ টাকার ও উপরে ।
এই শেয়ার এর ও একটা কাল্পনিক প্রাইচ ধরে নিলাম তিন ডিজিট (৯৯৯) টাকা । কারন আমি জানি না    তিন ডিজিট এর মধ্যে কোথায় তার অবস্থান হতেপারে আর তাই এখানে ৯৯৯ টাকা ধরে রাখলাম । দেখার বিষয় কোথায় যায় এই শেয়ার প্রাইচ । হয়তো সময় একটু বেশী নিতেই পারে কিন্তু এই শেয়ারের প্রাইচ অনেক অনেক দূরে ই যাবে । যার তার নিজের যোগ্যতায় । তার  যোগ্যতার কারনে অনেক স্মার্ট মানির পছন্দের শীর্ষে আস্তে পারে এই শেয়ারের নাম , তার তখন তাদের ইচ্ছা অনুসারে এই শেয়ারের একটা প্রাইচ নির্ধারণ করবেন , কোম্পানির ফান্ডামেন্টাল পরিবর্তনের সাথে সাথে , নতুন নতুন সিদ্ধান্তের কারনে , নতুন নতুন চুক্তির বাস্তবায়নে। সময়ের সাথে সাথে অনেক অনেক কিছু ই পরিবর্তন হতে ই পারে । তার গ্রোথ যেভাবে হতে থাকবে ......... তার সাথে সাথে তাল মিলিয়ে এই শেয়ারের প্রাইচ এ ও একটা বড় পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ্‌ ।।