২০১৭ সালের ২৭ আগস্ট শেয়ারটির প্রাইচ ছিল ৫৪.৬০ টাকা , এটাই তার এই সম সাময়িক সময়ের মধ্যে সরবচ্চ দাম । তার আগে শেয়ারটির দাম ২০১১ সালের ২৮ জুলাই ৮৫.০০ টাকা , এবং ২০১১ সালের ২১ মার্চ ৯০.৯০ টাকা ছিল। ২০১০ সালের অক্টবর মাসের ১৮ তারিখ ১৪২ টাকা দরে শেয়ারটি ট্রেড হয়েছিল ।
এখন শেয়ারটির বাজার দাম ৩৮.৫০ টাকা ।
২০১৭ সালের ২৭ আগস্ট এর পর থেকে জাস্ট ২ মাসের মধ্যে তার কারেকশন শেষ করেছিল এবং প্রাইচ নেমে আসেছিল ২৬.৯০ টাকা , এটাই তার লয়েস্ট প্রাইচ ছিল , এর পর এই ১১ মাসে শেয়ারটির প্রাইচ ৫৪.৬০ টাকা থেকে ৩০% কমে ৩৮.৫০ টাকায় ট্রেড হচ্ছে । ১১ মাসের মধ্যে ২ মাস তার কারেকশন শেষে বাকী ০৯ মাসের মধ্যে তার আবার একটা সাউড অয়েজ মুভমেন্ট লক্ষ্য করা গেছে । এখন শেয়ারটি পুনরায় আবার একটা আপ মুভমেন্ট করার জন্য রেডি হচ্ছে বলে আমার মনে হচ্ছে । তার লক্ষন গুলি পজেটিভ , যদি সে তার এই পজেটিভ মুভমেন্ট কন্টিনিউ করে থাকে তাহলে সামনে তার অনেক ভাল একটা আপ ট্রেন্ড পেতে পারেন ।
তার পজেটিভ যে সকল জিনিস আমায় সারা দিয়েছে ঃ
তার পেইড আপ ক্যাপিটাল অনেক ছোট ,১৩৫.৬৬ মিলিয়ন
শেয়ার সংখ্যা মাত্র- ১ কোঁটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৯১২ টি ,
রিজার্ভ - ১১.৩ মিলিয়ন
আর একটা বড় বিষয় আমার চোখে পড়েছে সেটি হচ্ছে ঃ তার কোন লোণ নাই ।
শর্ট টার্ম লোণ = ০০ মিলিয়ন
লং টার্ম লোণ = ০০ মিলিয়ন
ন্যাভ পার শেয়ার = ১১.০৫ টাকা
মুভিং অ্যাভারেজ হিসাবে সে স্ট্রং বুলিশ পজিশনে অবস্থান করছে ।
চার্ট আনাল্যসিস এ যা আমি পেয়েছি তা বিশদ ভাবে আর লিখলাম না , চিত্রে আপনারা লক্ষ্য করলে সব কিছু পরিষ্কার বুঝতে পারবেন । এই চার্ট প্যাটার্ন অনুসারে যদি সে পার আপ মুভমেন্ট করে থাকে তাহলে তার প্রাথমিক টার্গেট হবে মিনিমাম ৬৫ টাকা পরজুন্ত , এবং এক্সটেনশন করলে অনেক দূরে যেতে পারে , তা এখন দেখানো হল না ।
- মান্থলি চার্ট বেজ করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে , লঙ্গার টাইম ফ্রেম চার্ট আনাল্যসিস
আবার যদি আমি আপনাদের সামনে এই শেয়ারটির চার্ট অন্নভাবে আনাল্যসিস করে তুলে ধরি , তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন , শরটার টাইম ফ্রেম চার্ট আনাল্যসিস।
এই চার্ট আনাল্যসিস এ যা আমি পেয়েছি তা বিশদ ভাবে আর লিখলাম না , চিত্রে আপনারা লক্ষ্য করলে সব কিছু পরিষ্কার বুঝতে পারবেন । এই চার্ট এ তার কোথায় কোথায় রেজিস্টেন্স আছে তা দেখানো হয়েছে ,
ফিবো - ৩৮.২ % এ ৩৮.২৮ টাকা একটা ছোট্ট বাঁধা
যা সে ইতি মধ্যে পার করে আপ ট্রেন্ড কনফার্ম করতে যাচ্ছে।
পরবর্তী ঃ
ফিবো - ৬১.৮ % এ ৪২.০১ টাকা পরবর্তী বাঁধা হিসাবে চিহ্নিত করা হয়েছে ,
যা সে ইতি মধ্যে টাচ করে এসেছে ।
এর পরবর্তীতে ঃ
ফিবো - ১৬১.৮ % এ ৫৭.৮১ টাকা পরবর্তী বাঁধা হিসাবে চিহ্নিত করা হয়েছে ,
যা আপনাদের প্রাথমিক টার্গেট হতে পারে ।
এবং নেক্সট
ফিবো - ২৬১.৮ % এ ৭৩.৬১ টাকা পরবর্তী বাঁধা হিসাবে চিহ্নিত করা হয়েছে ,
যা আপনাদের প্রাথমিক টার্গেট টার্গেট অ্যাচিভ হওয়ার পরে পরবর্তী টার্গেট প্রাইচ হিসাবে নিতে পারেন ।
- উইক্লি চার্ট বেজ করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে , শরটার টাইম ফ্রেম চার্ট আনাল্যসিস
শেয়ারটির নাম আমার দেওয়া চার্ট এ পাবেন , অবশ্যয় দেওয়া আছে , আপনাকে একটু কষ্ট করে লক্ষ্য করতে হবে , তাহলেই পাবেন আশা রাখি ।
এর পর ও যদি কেউ আপনারা শেয়ারটির নাম জনাতে বার্থ হন তাহলে ক্মেন্টস করবেন ,
- মার্কেট ডেল্টা
Basic Information
Authorized
Cap
|
1000 mn
|
|
Paid
Up Cap
|
135.67 mn
|
|
Total
Number Of Share
|
1,35,66,912
|
|
Reserve
Surplus
|
11.3 mn
|
|
52
Weeks' Moving Range
|
25.60 - 54.60
|
|
Short Term
Loan (mn)
|
00
|
|
Long Term
Loan (mn)
|
00
|
|
NAV
|
11.05
|
|
Moving Average Analysis
|
||
Moving
Average (10)
|
Bullish
|
|
Moving
Average (20)
|
Bullish
|
|
Moving
Average (50)
|
Bullish
|
|
Moving
Average (100)
|
Bullish
|
|
Moving
Average (200)
|
Bullish
|
|
Moving Average Summary
|
Strong Bullish
|
|
Exponential Moving Average Analysis
|
||
Exponential
Moving Average (10)
|
Bullish
|
|
Exponential
Moving Average (20)
|
Bullish
|
|
Exponential
Moving Average (50)
|
Bullish
|
|
Exponential
Moving Average (100)
|
Bullish
|
|
Exponential
Moving Average (200)
|
Bullish
|
|
Exponential Moving Average Summary
|
Strong Bullish
|
শেয়ার টার নাম ই লিখলেন না ??
ReplyDeleteফাইন ফুড
Delete