Friday 13 July 2018

জানি না আমি কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি , তবে আমি চেষ্টা করেছি আপনাদের রিকয়েস্ট রাখতে , আর তাই আমার এই গিফট


২০১৭ সালের  ২৭ আগস্ট শেয়ারটির প্রাইচ ছিল ৫৪.৬০ টাকা , এটাই তার এই সম সাময়িক সময়ের মধ্যে সরবচ্চ দাম । তার আগে শেয়ারটির দাম ২০১১ সালের  ২৮ জুলাই ৮৫.০০ টাকা , এবং ২০১১ সালের ২১ মার্চ ৯০.৯০ টাকা ছিল। ২০১০ সালের অক্টবর মাসের ১৮ তারিখ ১৪২ টাকা দরে শেয়ারটি ট্রেড হয়েছিল । 

এখন শেয়ারটির বাজার দাম ৩৮.৫০ টাকা । 

২০১৭ সালের  ২৭ আগস্ট এর পর থেকে জাস্ট ২ মাসের মধ্যে তার কারেকশন শেষ করেছিল এবং প্রাইচ নেমে আসেছিল ২৬.৯০ টাকা , এটাই তার লয়েস্ট প্রাইচ ছিল , এর পর এই ১১ মাসে শেয়ারটির প্রাইচ ৫৪.৬০  টাকা থেকে  ৩০% কমে ৩৮.৫০ টাকায় ট্রেড হচ্ছে । ১১ মাসের মধ্যে ২ মাস তার কারেকশন শেষে বাকী ০৯ মাসের মধ্যে তার আবার একটা সাউড অয়েজ মুভমেন্ট লক্ষ্য করা গেছে । এখন শেয়ারটি পুনরায় আবার একটা আপ মুভমেন্ট করার জন্য রেডি হচ্ছে বলে আমার মনে হচ্ছে । তার লক্ষন গুলি পজেটিভ , যদি সে তার এই পজেটিভ মুভমেন্ট কন্টিনিউ করে থাকে তাহলে সামনে তার অনেক ভাল একটা আপ ট্রেন্ড পেতে পারেন । 

তার পজেটিভ যে সকল জিনিস আমায় সারা দিয়েছে ঃ 

তার পেইড আপ ক্যাপিটাল অনেক ছোট ,১৩৫.৬৬ মিলিয়ন
শেয়ার সংখ্যা মাত্র- ১ কোঁটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৯১২ টি ,
রিজার্ভ - ১১.৩ মিলিয়ন
আর একটা বড় বিষয় আমার চোখে পড়েছে সেটি হচ্ছে ঃ তার কোন লোণ নাই । 
শর্ট টার্ম লোণ = ০০ মিলিয়ন
লং টার্ম লোণ = ০০ মিলিয়ন
ন্যাভ পার শেয়ার = ১১.০৫ টাকা 

মুভিং অ্যাভারেজ  হিসাবে সে স্ট্রং বুলিশ পজিশনে  অবস্থান করছে ।

 চার্ট আনাল্যসিস এ যা আমি পেয়েছি তা বিশদ ভাবে আর লিখলাম না , চিত্রে আপনারা লক্ষ্য করলে সব কিছু পরিষ্কার বুঝতে পারবেন । এই চার্ট প্যাটার্ন অনুসারে যদি সে পার আপ মুভমেন্ট করে থাকে তাহলে তার প্রাথমিক টার্গেট হবে মিনিমাম ৬৫ টাকা পরজুন্ত , এবং এক্সটেনশন করলে অনেক দূরে যেতে পারে , তা এখন দেখানো হল না । 


- মান্থলি চার্ট বেজ করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে , লঙ্গার টাইম ফ্রেম চার্ট আনাল্যসিস

আবার যদি আমি আপনাদের সামনে এই শেয়ারটির চার্ট অন্নভাবে আনাল্যসিস করে তুলে ধরি , তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন , শরটার  টাইম ফ্রেম চার্ট আনাল্যসিস।
এই চার্ট আনাল্যসিস এ যা আমি পেয়েছি তা বিশদ ভাবে আর লিখলাম না , চিত্রে আপনারা লক্ষ্য করলে সব কিছু পরিষ্কার বুঝতে পারবেন । এই চার্ট এ তার কোথায় কোথায় রেজিস্টেন্স  আছে তা দেখানো হয়েছে , 

ফিবো -  ৩৮.২ %  এ ৩৮.২৮ টাকা একটা ছোট্ট বাঁধা 
যা সে ইতি মধ্যে পার করে আপ ট্রেন্ড কনফার্ম করতে যাচ্ছে। 
পরবর্তী ঃ
ফিবো -  ৬১.৮ %  এ ৪২.০১ টাকা পরবর্তী বাঁধা হিসাবে চিহ্নিত করা হয়েছে , 
যা সে ইতি মধ্যে টাচ করে এসেছে ।
এর পরবর্তীতে ঃ
 ফিবো -  ১৬১.৮ %  এ ৫৭.৮১ টাকা পরবর্তী বাঁধা হিসাবে চিহ্নিত করা হয়েছে , 
যা আপনাদের প্রাথমিক টার্গেট হতে পারে । 
এবং  নেক্সট 
 ফিবো -  ২৬১.৮ %  এ ৭৩.৬১ টাকা পরবর্তী বাঁধা হিসাবে চিহ্নিত করা হয়েছে , 
যা আপনাদের প্রাথমিক টার্গেট টার্গেট অ্যাচিভ হওয়ার পরে পরবর্তী টার্গেট প্রাইচ হিসাবে নিতে পারেন ।


- উইক্লি চার্ট বেজ করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে , শরটার টাইম ফ্রেম চার্ট আনাল্যসিস
শেয়ারটির নাম আমার দেওয়া চার্ট এ পাবেন , অবশ্যয় দেওয়া আছে , আপনাকে একটু কষ্ট করে লক্ষ্য করতে হবে , তাহলেই পাবেন আশা রাখি ।  
এর পর ও যদি কেউ আপনারা শেয়ারটির নাম জনাতে বার্থ হন তাহলে ক্মেন্টস করবেন ,
- মার্কেট ডেল্টা
Basic Information

Authorized Cap
1000 mn
Paid Up Cap
135.67 mn
Total Number Of Share
1,35,66,912
Reserve Surplus
                   11.3 mn
52 Weeks' Moving Range
25.60 - 54.60
Short Term  Loan (mn)
00
Long Term  Loan (mn)
00
NAV
11.05
Moving Average Analysis
Moving Average (10)
Bullish
Moving Average (20)
Bullish
Moving Average (50)
Bullish
Moving Average (100)
Bullish
Moving Average (200)
Bullish
Moving Average Summary
Strong Bullish
Exponential Moving Average Analysis
Exponential Moving Average (10)
Bullish
Exponential Moving Average (20)
Bullish
Exponential Moving Average (50)
Bullish
Exponential Moving Average (100)
Bullish
Exponential Moving Average (200)
Bullish
Exponential Moving Average Summary
Strong Bullish