Sunday 28 January 2018

BXSYNTH - সিমেট্রিক ট্রায়অ্যাঙ্গেল প্যাটার্ন

BXSYNTH
Chart Pattern - Symmetric Triangle
সিমেট্রিক ট্রায়অ্যাঙ্গেল প্যাটার্ন এর ক্ষেত্রে প্যাটার্ন ব্রকউট এর পর প্রাথমিক ভাবে একটা মুভমেন্ট হয়ে থাকে , সেটি ওই প্যাটার্ন এর বেইজ এর হাইট যতটুকু , ওই সমপরিমাণ ব্রকউট এর পর  মুভমেন্ট করতে পারে বলে ধরে নেওয়া হয়। এর এই ক্ষেত্রে প্রথম টার্গেট টি পূরণ করেছে,


Wednesday 24 January 2018

Simple Chart of GP টার্গেট প্রফিট টেকিং ৫৩০ -৫৫০ টাকা

গ্রামীণ ফোনের চার্ট -  লাস্ট ১ বছর যাবত কন্টিনিউ করছে আপ ট্রেন্ড... টার্গেট প্রফিট টেকিং ৫৩০ -৫৫০ টাকা


আপনি দেখে নিতে পারেন আপনার শেয়ারটি স্টপ লসে হিট করে নিত ?

আজ যে সকল ষ্টক স্টপ লস এ হিট করেছে তার লিস্ট নিন্মে দেওয়া হল , আপনি দেখে নিতে পারেন আপনার শেয়ারটি স্টপ লসে হিট করে নিত ?

NB: স্টপ লস অনেকের ক্ষেত্রে  ভিন্ন্য ভিন্ন্য রেশিওতে হতেই পারে । এটা আমার ব্যাক্তিগত ভাবে সেট করা ।

Monday 22 January 2018

Wednesday 17 January 2018

ওয়াচ লিস্ট ১৭ জানুয়ারি ২০১৮ বিশেষ মেধা অনুসারে শ্রেণিবিন্যাস

এখানে দুইটা লিস্ট আপনি দেখতে পাচ্ছেন , একটি লাল অন্যটি নীল । রং দুটি আপনাকে বুঝতে সহায়তা করবে কোনটি ভাল কোনটি খারাপ। লাল রং স্বাভাবিক ভাবেই খারাপ বুঝায় , এখানে যারা ডাউন ট্রেন্ড এ অবস্থান করছে তাদেরকে বুঝান হয়েছে , এবং নীল রং দিয়ে বুঝান হয়েছে যারা ভাল অবস্থানে রয়েছে ,


Saturday 13 January 2018

Wednesday 10 January 2018

ওয়াচ লিস্ট ১০ জানুয়ারি ২০১৮ বিশেষ মেধা অনুসারে শ্রেণিবিন্যাস

আমরা সেই দিকেই হাটার চেষ্টা করছি যেদিক মার্কেট আমাদেরকে হাটার জন্য নির্দেশনা দিচ্ছে ।
 তাই আপনরা কারেকশনের এই সময়ে কে কে ভাল করতে পারে বা ভাল অবস্থান ধরে রাখতে চেষ্টা করছে তাদের একটা সর্ট লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম ।

Monday 8 January 2018

Short Term Breakdown List - which is contain 20 Bank

সর্ট টার্ম ব্রেক ডাউন লিস্ট এ ২০ টা ই  ব্যাংক ,  লাস্ট ৩ দিনে ইনডেক্স কমেছে ১০৬ পয়েন্ট সাথে ব্যাংক এর ডাউন ট্রেন্ড , এটা কিন্তু ভাবনার বিষয় । ব্যাঙ্কের এই পতন যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ইনডেক্স এ বড় প্রভাব পরার সম্ভাবনা আছে । 




DSEX
SB71
ALIF
CITYBANK
ABBANK
UCB
MERCANBANK
ONEBANKLTD
BRACBANK
NCCBANK
FIRSTSBANK
DHAKABANK
SOUTHEASTB
SHAHJABANK
NAHEEACP
SIBL
JAMUNABANK
EBL
PRIMEBANK
PUBALIBANK
UTTARABANK
UNIQUEHRL
BANKASIA
FASFIN
IDLC
BGIC
TRUSTBANK
GSPFINANCE
ISNLTD
ANWARGALV
IPDC
PROVATIINS
MEGHNALIFE
PRIMEFIN
MTB
AL-HAJTEX
SONARBAINS
PEOPLESINS
SONARGAON
PRIMELIFE
SHYAMPSUG
RAHIMTEXT
PIONEERINS
PRAGATILIF
NATLIFEINS
NORTHERN
MEGHNACEM
LIBRAINFU

Sunday 7 January 2018

POWER OF COMPOUNDING আসলে কত শক্তিশালি

POWER OF COMPOUNDING আসলে কি ? 

-------------------------------------------------------------------------------

যদি প্রথমে আপনি একটি শেয়ার কিনেন , এবং পরবর্তী দিন আপনার পরিচিত কাউকে (২ জন ) কে ১ টা করে শেয়ার কিনান, এবং তাদের কে ও বলবেন পরবর্তী দিন যেন প্রতেকে ২ জনকে ১ টা করে শেয়ার কিনায় , এভাবে ৩০ দিন যদি এই সেম প্রসেস কন্টিনিউ করাতে পারেন তাহলে আপনি ৩০ দিন পর কতগুলা শেয়ার কিনার সমর্থ অর্জন করতে পারতেছেন বলেন তো ?


ভাবতেও পারবেন না ---৫৩ কোটি ৬৮ লক্ষ্য ৭০ হাজার ৯১২ টা শেয়ার ,
৩১ দিনে এর ডাবল হবে আপনার পারসেস পাওয়ার - দ্যাটস মিন্স - ১০৭ কোটি ৩৭ লক্ষ্য ৪২ হাজার ৮২৪ টি ।
মার্কেট ক্যপ অনুসারে হিসাব করেন কত টাকা হতে পারে , যদি একটা শেয়ারের দাম ৫০ টাকা হয় তাহলে আপনার ফান্ড সাইজ হবে ৩১ দিন পর । ৫৩৬৮ কোটি ৭০ লক্ষ্য ৯১ হাজার ২০০ টাকা । যা দিয়ে আপনি আমাদের মার্কেট অনেক কিছু করতে পারবেন । এখন বলেন , POWER OF COMPOUNDING আসলে কত শক্তিশালি।


- মার্কেট ডেল্টা

শেয়ার ২ টির দিকে নজর রাখতে পারেন

SHASHADNIM শেয়ার টি ৫২ উইক লো প্রাইচ ৬০ টাকা বর্তমান দাম ৬৩.৯০ টাকা। শেয়ারটি তার লাস্ট ১ বছরের লো প্রাইচ থেকে ৬.৫% দাম বৃদ্ধি পেয়েছে। তার ৫২ উইক হাই প্রাইচ ৮৮.৯০ টাকা। শেয়ারটির RSI -62.94 এবং MFI -70.50 এ অবস্থান করছে ।MACD লাইন বুলিশ ক্রস ওভার হয়েছে। ভলিউম আস্তে আস্তে ভাল করতে চেষ্টা করছে । গুটি গুটি করে দাম বাড়ার চেষ্টা করছে । সার্বিক মার্কেটএর সাথে লাস্ট ডে অনুসারে বিবেচনা করলে  এই শেয়ারের অবস্থান অনেক ভাল। শেয়ারটির ন্যাভ অনেক ভাল ৪৭.৩৪ টাকা। ট্যাকনিক্যাল অ্যাানালাইসিস অনুসারে তার ৭৪ টাকার আসে পাশে একটা রেজিস্টেন্স ধরে নিতে পারেন ।
নিচের চিত্রে একটা নমুনা চার্ট দেওয়া হল ঃ



PRIMETEX শেয়ার টি ৫২ উইক লো প্রাইচ ২২.৬০ টাকা বর্তমান দাম ২৬.৭০ টাকা। শেয়ারটি তার লাস্ট ১ বছরের লো প্রাইচ থেকে ১৮% দাম বৃদ্ধি পেয়েছে। তার ৫২ উইক হাই প্রাইচ ৩৬.৪০ টাকা। শেয়ারটির RSI -60 এবং MFI -54 এ অবস্থান করছে ।MACD লাইন বুলিশ ক্রস ওভার হয়েছে।
 ভলিউম আস্তে আস্তে ভাল করতে চেষ্টা করছে । গুটি গুটি করে দাম বাড়ার চেষ্টা করছে । সার্বিক মার্কেটএর সাথে লাস্ট ডে অনুসারে বিবেচনা করলে  এই শেয়ারের অবস্থান অনেক ভাল । শেয়ারটির ন্যাভ অনেক ভাল ৪৮.৪৮ টাকা।ট্যাকনিক্যাল অ্যাানালাইসিস অনুসারে তার ৩৪-৩৫ টাকার আসে পাশে একটা রেজিস্টেন্স ধরে নিতে পারেন ।
নিচের চিত্রে একটা নমুনা চার্ট দেওয়া হল ঃ


CITYBANK - Chart Observation -

CITYBANK   

Find The WAVE 1,
 Wave -2 ,
 Wave -3 ,
Now Wave 4 Start and  Hope Fully  its End @ tk 44.70.


ওয়াচ লিস্ট ০৭ জানুয়ারি ২০১৮ বিশেষ মেধা অনুসারে শ্রেণিবিন্যাস

 গতদিন যেমনটি ভেবেছিলাম " কারেকশন অনিবার্য এক সপ্তাহ বাড়ার পর একটু কারেকশন হওয়া স্বাভাবিক" আজ সেটাই দেখলাম । তাই আমি বেশী একটা ভঁয় আপনাদের পেতে বলছি না। আর আমরা সেই দিকেই হাটার চেষ্টা করছি যেদিক মার্কেট আমাদেরকে হাটার জন্য নির্দেশনা দিচ্ছে ।
আর এই ফাকে যারা অনেক দিন কারেকশনে ছিল তাদেরকে আবার একটু সুযোগ করে দেওয়া এটাই মার্কেটের স্বাভাবিক আচারন হওয়া উচিৎ। তাই আপনরা কারেকশনের এই সময়ে কে কে ভাল করতে পারে বা ভাল অবস্থান ধরে রাখতে চেষ্টা করছে তাদের একটা সর্ট লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম ।



Saturday 6 January 2018

Prasad Rao, STOCHASTICS for Amibroker (AFL)

oscillator, amibroker Prasad Rao,

STOCHASTICS for Amibroker (AFL)
Stochastics indicator showing buy, sell, strong buy, strong sell, bullish, bearish, overbought and oversold.



GfxSetOverlayMode(1);
GfxSelectFont("Tahoma", Status("pxheight")/8 );
GfxSetTextAlign( 6 );// center alignment
GfxSetTextColor( ColorHSB( 42, 42, 42 ) );
GfxSetBkMode(0); // transparent
GfxTextOut( Name(), Status("pxwidth")/2, Status("pxheight")/12 );
SP = Param( "Periods", 10, 1, 200, 1 );
Ksmooth = Param( "%K avg", 5, 1, 200, 1 );
Dsmooth = Param( "%D avg", 5, 1, 200, 1 );
StochDval = StochD( SP , Ksmooth, DSmooth );
StochKval = StochK( SP , Ksmooth);

Overbought = 80;
Oversold = 20;
Plot( StochD( SP , Ksmooth, DSmooth), _DEFAULT_NAME(), ParamColor( "ColorD", colorLavender ), ParamStyle("Style") );
Plot( StochK( SP , Ksmooth), _DEFAULT_NAME(), ParamColor( "ColorK", colorRed ), ParamStyle("Style") );

Plot(Overbought,"Overbought Level",colorRed);
Plot(Oversold,"Oversold Level",colorGreen);

StochBuy = Cross(StochK(SP,Ksmooth), StochD(SP,Ksmooth, DSmooth)) AND
(StochD(SP,Ksmooth, DSmooth) > 20) AND (StochK(SP,Ksmooth) > 20) AND
(StochD(SP,Ksmooth, DSmooth) < 80) AND (StochK(SP,Ksmooth) < 80);

StochSell = Cross (StochD(SP,Ksmooth, DSmooth), StochK(SP,Ksmooth)) AND
(StochD(SP,Ksmooth, DSmooth) > 20) AND (StochK(SP,Ksmooth) > 20) AND
(StochD(SP,Ksmooth, DSmooth) < 80) AND (StochK(SP,Ksmooth) < 80);

StochStrongBuy = Cross(StochK(SP,Ksmooth),StochD(SP,Ksmooth, DSmooth)) AND
(StochD(SP,Ksmooth, DSmooth) < 20) AND (StochK(SP,Ksmooth) < 20) ;

StochStrongSell = Cross (StochD(SP,Ksmooth,DSmooth), StochK(SP , Ksmooth));
(StochD(SP,Ksmooth, DSmooth) > 80) AND (StochK(SP,Ksmooth) > 80);


StochBull = StochK(SP , Ksmooth)>StochD(SP , Ksmooth, DSmooth) AND
(StochD(SP,Ksmooth, DSmooth) > 20) AND (StochK(SP,Ksmooth) > 20) AND
(StochD(SP,Ksmooth, DSmooth) < 80) AND (StochK(SP,Ksmooth) < 80);

StochBear = StochK(SP , Ksmooth)<StochD(SP , Ksmooth, DSmooth)AND
(StochD(SP,Ksmooth, DSmooth) > 20) AND (StochK(SP,Ksmooth) > 20) AND
(StochD(SP,Ksmooth, DSmooth) < 80) AND (StochK(SP,Ksmooth) < 80);

StochOB = (StochD(SP,Ksmooth, DSmooth) > 80) AND (StochK(SP,Ksmooth) > 80);
StochOS = (StochD(SP,Ksmooth, DSmooth) < 20) AND (StochK(SP,Ksmooth) < 20) ;
Title = EncodeColor(colorYellow)+  Title = Name() + "    " + EncodeColor(2) + Date()  + "    "
+EncodeColor(colorWhite)+"Signal(Stochastics) "+EncodeColor(colorWhite)+"Period = "+"["+SP+"]"+"      %K = "+"["+Ksmooth+"]"+ "      %D = "+"["+Dsmooth+"]"+"   ::::   "
+ WriteIf(StochBuy,EncodeColor(colorBrightGreen)+"Buy",WriteIf(StochSell,EncodeColor(colorRed)+"Sell",
WriteIf(StochStrongBuy,EncodeColor(colorBrightGreen)+"Strong Buy",WriteIf(StochStrongSell,EncodeColor(colorRed)+"Strong Sell","Neutral"))))
+EncodeColor(colorWhite)+ "    " + "Stochastics Trend  = "
+WriteIf(StochBull,EncodeColor(colorBrightGreen)+"Bullish",WriteIf(StochBear,EncodeColor(colorRed)+"Bearish",
WriteIf(StochOS,EncodeColor(colorBrightGreen)+"OverSold",WriteIf(StochOB,EncodeColor(colorRed)+"OverBrought","Neutral"))));

Thursday 4 January 2018

ওয়াচ লিস্ট ০৪ জানুয়ারি ২০১৮ বিশেষ মেধা অনুসারে শ্রেণিবিন্যাস

মার্কেট ভালের দিকে যাচ্ছে কিন্তু কারেকশন অনিবার্য এক সপ্তাহ বাড়ার পর একটু কারেকশন হওয়া স্বাভাবিক।
আর এই ফাকে যারা অনেক দিন কারেকশনে ছিল তাদেরকে আবার একটু সুযোগ করে দেওয়া এটাই মার্কেটের স্বাভাবিক আচারন হওয়া উচিৎ। তাই আপনরা কারেকশনের এই সময়ে কে কে ভাল করতে পারে বা ভাল অবস্থান ধরে রাখতে চেষ্টা করছে তাদের একটা সর্ট লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম ।
 আর সর্ব প্রথমে যে শেয়ারটি উঠে এসেছে সেটি কিন্তু অনেক ভাল ফান্ডামেন্টাল শেয়ার এবং এটি ইঞ্জিনিয়ারিং সেক্ট্রের শেয়ার ।
এই লিস্ট এ আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটি শেয়ারের লাস্ট ১ মাসের হাই প্রাইচ , লো প্রাইচ  , এবং কারেন্ট প্রাইচ দেওয়া আছে। যা থেকে আপনি সহজে বুঝতে পারবেন কেন শেয়ারটি তার এই মাসের হাই প্রাইচ থেকে কত নিচে বা কত কাছাকাছি আছে। এবং আরও বুঝতে পারবেন কেন শেয়ারটি তার এই মাসের লো প্রাইচ থেকে কত উপরে বা কছাকাছি আছে।


Wednesday 3 January 2018

BBSCABLES

BBSCABLES

5 Month Low Price Is -102 TK
5 Month High Price is - 158 TK

Technical Indicator Observation
Volume (Wma15 ) 477000
RSI = 30
MFI = 51
MACD = Bullish Cross Over
Trend = Trying for Up Trend




Tuesday 2 January 2018

ওয়াচ লিস্ট - ০২ জানুয়ারি ২০১৮

মার্কেট ভালের দিকে যাচ্ছে আর আমার চোখে টেক্সটাইল সেক্টর ভেশে উঠছে, আজ যে সকল শেয়ার ওয়াচ লিস্ট এসেছে তার মধ্য থেকে ১০টি ই টেক্সটাইল সেক্টর থেকে । আর সর্ব প্রথমে যে শেয়ারটি উঠে এসেছে সেটি কিন্তু অনেক ভাল ফান্ডামেন্টাল শেয়ার এবং এটি পাওয়ার সেক্ট্রের শেয়ার । এ ছাড়া ও অন্ন্যান সেক্ট্রের থেকে যারা উঠে এসেছে তার মধ্যে অন্যতম ইউনিক হোটেল , গোল্ডেন হারভেস্ট , আমরা টেক , অ্যাপোলো ইস্পাত ।




Monday 1 January 2018

UNIQUEHRL -- ২০১৮ সালের টার্গেট প্রাইচ -

UNIQUEHRL চার্ট অব্জারভেশন প্রাইচ টার্গেট , এক এর পর এক রেজিস্টেন্স কোথায় কোথায় হতে পারে তা চিত্রে দেওয়া আছে ।


PTL - ৫২ উইক হাই প্রাইচ ব্রেক অউট

PTL - ৫২ উইক হাই প্রাইচ ব্রেক অউট

অনেক ভাল ভাবে ট্রেড করে এক এর এক রেজিস্টেন্স ব্রেক করে চলছে । শেয়ারটি ৫২ উইক হাই প্রাইজকে ভেঙ্গে ফেলেছে । এটা শট্রং মুম্ভেমট এর পূর্বাভাস ।
তার পরবর্তী রেজিস্টেন্স ৫৫.৬০ টাকা ,
মিড টার্ম ট্রগেট প্রাইচ ৬৩ টাকা হতে পারে বলে আমি ধারনা করছি।