Saturday 13 October 2018

ইনডেক্স নেক্সট মান্থ কেমন হতে পারে



লাস্ট ডে মার্কেট পর্যালোচনায় দেখা গেছে দিন শেষে ইনডেক্স ১.১৩ পয়েন্ট কমে ৫৪৩৫ পয়েন্ট এ ক্লোজ হয়েছে। সাথে কমেছে মার্কেট নেগেটিভ হওয়ার প্রবণতা , কারন বুধ বারে ইনডেক্স কমেছিল ১৯.৬৫ পয়েন্ট সাথে বাজারে লেনদেন হয়েছিল ৮০১ কোটি টাকা। মার্কেট নেগেটিভ হওয়ার সাথে অনেক বড় লেনদেন হওয়া, এতে করে অনেকেই মনে করেছিলেন যে মার্কেট অনেক বেশী ফল করবে নেক্সট ডে। কিন্তু ১ দিনের ব্যবধানে ইনডেক্স অর্থাৎ পরবর্তী দিনে এসে মিলেছে অন্নচিত্র ,ইনডেক্স কমেছে মাত্র ১.১৩ পয়েন্ট এবং লেনদেন ১৫৬ কোটি টাকা কমে হয়েছে ৬৪৪.৯৮ কোটি টাকা ।
কিন্তু ইনডেক্স এ নেগেটিভ ইম্প্যক্ট ফেলেছে যে সকল শেয়ার তাদের মধ্যে অন্যতম ইউনাইটেড পাওয়ার , স্কয়ার ফার্মা ,অলিম্পিক , বিএটিবিসি , কেপিসিএল , মুন্নু সিরামিক , এসিআই ,ইফাদ আটো ।


ইউনাইটেড পাওয়ার – এর কারনে ইনডেক্স কমেছে ৭.৫৭ পয়েন্ট ।
স্কয়ার ফার্মা – এর কারনে ইনডেক্স কমেছে ৭.০০ পয়েন্ট ।
অলিম্পিক – এর কারনে ইনডেক্স কমেছে ৫.৩৬ পয়েন্ট ।
বিএটিবিসি – এর কারনে ইনডেক্স কমেছে ৩.০৬ পয়েন্ট ।
কেপিসিএল – এর কারনে ইনডেক্স কমেছে ২.৩৬ পয়েন্ট ।
মুন্নু সিরামিক – এর কারনে ইনডেক্স কমেছে ১.৩৪ পয়েন্ট ।
এসিআই – এর কারনে ইনডেক্স কমেছে ০.৮৫ পয়েন্ট ।
ইফাদ আটো – এর কারনে ইনডেক্স কমেছে ০.৭৭ পয়েন্ট ।
এসিআই – এর কারনে ইনডেক্স কমেছে ৩.০৬ পয়েন্ট ।

এই ৮ টি ষ্টক এর দর পতনের কারনেই ইনডেক্সে নেগেটিভ ইম্প্যক্ট পরেছে ২৮.৩২ পয়েন্টের ।

অপরদিকে ইনডেক্সত পজেটিভ রাখার ভুমিকাতে যে সকল স্টক অগ্রাধিকার পেয়েছে তারা হচ্ছে , আইসিবি , জিপি , ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার, বেক্সিমক লিঃ, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স , ম্যারিকো, ইউনিক হোটেল ।

আইসিবি – এর কারনে ইনডেক্স বেড়েছে ৪.১৪ পয়েন্ট ।
জিপি – এর কারনে ইনডেক্স বেড়েছে ৪.০০ পয়েন্ট ।
ব্র্যাক ব্যাংক – এর কারনে ইনডেক্স বেড়েছে ২.৪৬ পয়েন্ট ।
সামিট পাওয়ার – এর কারনে ইনডেক্স বেড়েছে ১.৯২ পয়েন্ট ।
বেক্সিমক লিঃ – এর কারনে ইনডেক্স বেড়েছে ১.৯১ পয়েন্ট ।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স – এর কারনে ইনডেক্স বেড়েছে ১.৫১ পয়েন্ট ।
ম্যারিকো – এর কারনে ইনডেক্স বেড়েছে ১.৩২ পয়েন্ট ।
ইউনিক হোটেল – এর কারনে ইনডেক্স বেড়েছে ০.৯৬ পয়েন্ট ।

এই ৮ টি ষ্টক এর দর বৃদ্ধির কারনে ইনডেক্সে পজেটিভ ইম্প্যক্ট পরেছে ১৮.২১ পয়েন্টের।

-মার্কেট ডেল্টা

ইনডেক্স নেক্সট মান্থ কেমন হতে পারে তার একটা মতামত আপনাদের থেকে জানতে চেয়েছিলাম কিন্তু আপনারা আপনাদের মতামত অনেকেই না দিয়ে নিজেকে সরিয়ে রেখেছেন , এতে হয়তো আপনি ভাবছেন আপনার মতামত যদি সঠিক না হয় , তাতে আপনি নিজেকে লজ্জিত মনে করবেন , কিন্তু সেটা আসলে কোন ব্যপার ই না , আপনাদের মতামত সঠিক হতেও হবে এমন কোন কথা না । সঠিক হতেই পারে আবার না ও হতেই পারে । কিন্তু মতামত দেওয়াটা আসলে আপনাদের নিজেস্য ব্যপার । তাই আপনাদের আমি যোর করতে পারি না ।
ব্যপার না , আপনারা যারা আপনাদের মতামত দিয়েছেন তারা অবশ্যয় বলবো সাহসী , তারা চ্যালেঞ্জ নিতে ভাল বাসেন , তাদেরকে আমার পক্ষ্য থেকে ধন্যবাদ ।


ইনডেক্স এনালাইসিস এর প্রথম পর্ব ঃ
=======================

এবার আশি আমাদের ব্যপারে , আমি ইনডেক্স নিয়ে ছোট্ট একটু গবেষণা করার চেস্টা করছিলাম এখন ও শেষ করতে পারি নাই , তবে নেক্সট মান্থ ইনডেক্স কোথায় দেখতে চাই তার গন্তব্য পেয়ে গেছি । এই রেজাল্ট টা ই যদি রিপোর্ট আকারে প্রকাশ করতে হয় তাহলে আমাকে এটা নিয়ে এখনও অনেক সময় দিতে হবে , অনেক কাজ কারতে হবে , অনেক ডাটা উপস্থাপন করতে হবে , কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যপার তাই আমি এখন রিপোর্ট আকারে কাজটা শেষ করতে পারছি না , এজন্য দুঃখিত । তবে সেমি রিপোর্ট করা হচ্ছে, সেখানে চেস্টা করা হচ্ছে কিছু ডাটা উপস্থাপন করার, তবে সেটা হয়ত খালি চোখে দেখা যাবে না , কারন এটা
এনালিটিক্যাল ভিউ । এনালিটিক্যাল পাওয়ার যাদের আছে তারা হয়তো এসব উপস্থাপিত ডাটার বিশদ বিশ্লেষণ বুঝতে পারেন । এটা অনেকটা সিক্রেট ব্যপার তার পর ও আপনাদের সাথে আমি আমার ভিউ শেয়ার করার সিধান্ত নিয়েছি ।

NB: আমার এনালাইসিস ১০০% সঠিক হবে এটা আমি এখনও আশা করি না , তবে আমি নিজেকে সংশোধনের জন্য ই আনাল্যসিস করে থাকি , আর ভুল গুলা নিয়ে পরবর্তীতে তা পুনরায় গবেষণা করে থাকি । আর আমি চ্যালেঞ্জ নিতে ভালবাসি ।

" এখন আশি এই এটা আপনারা যারা কমেন্ট করেছিলেন তাদের ই একমাত্র পাওয়ার কথা ছিল ,যদি তাই হয় তাহলে আপনাদের কিভাবে দিব " অথবা আপনারাই বলেন এখন এটা সবার জন্য ওপেন পোস্ট আকারে দিব কিনা ......।।

ওকে তবে তাই হোক ঃ

ইনডেক্স এনালাইসিস এর দ্বিতীয় পর্ব ঃ
=======================
ইনডেক্স এর এক বছরের হিস্টরিক্যাল ডাটা পর্যবেক্ষণ করার পর তার হাইস্ট পয়েন্ট পাওয়া গিয়েছে ৬৩৬০.২৭ পয়েন্ট , লাস্ট ট্রেডিং ডে বিবেচনায় ইনডেক্স এখন তার হাইস্ট পয়েন্ট থেকে (-১৪.৫৫) % নিচে অবস্থান করছে , অর্থাৎ সে তার এক বছরের হাইস্ট পয়েন্ট থেকে ৯২৫.২৬ পয়েন্ট নিচে অবস্থান করছে । অন্য ভাবে দেখাগেলে কিন্তু এটা ও পাওয়া গেল যে সে কিন্তু ৯২৫.২৬ পয়েন্ট বাড়ার ইস্কপ ও রেখেছে । এবার আশি তার এক বছরের লয়েন্ট পয়েন্ট এর ব্যপারে । তার এক বছরের লয়েন্ট পয়েন্ট ৫২৫৭.৯৪ । লাস্ট ট্রেডিং ডে বিবেচনায় ইনডেক্স তার লো পয়েন্ট থেকে ১৭৭.০৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অর্থাৎ ৩.৩৭ % বেরে ৫৪৩৫.০১ পয়েন্ট এ অবস্থান করছে ।


লাস্ট ট্রেডিং ডে বিবেচনায়
RSI(15) =৪৯.৪৮ এবং
MFI (15) ৪৮.৭৫ মান পাওয়া যায়।
মুভিং অ্যাভারেজ অনুসারে
MA(5) দিনে SELL সিগন্যাল ,
MA(10) দিনে BUY সিগন্যাল,
MA(20) দিনে BUY সিগন্যাল ,
MA(50) দিনে SELL সিগন্যাল ,
MA(100) দিনে BUY সিগন্যাল ,
MA(200) দিনে SELL সিগন্যাল এবং
MA(250) দিনে SELL সিগন্যাল পাওয়া গিয়েছে।

২০১৮ সালের জানুয়ারি মাসে ইনডেক্স নেগেটিভ হয়েছে (-৩.২৮) %
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইনডেক্স নেগেটিভ হয়েছে (-৩.৮৯) %
২০১৮ সালের মার্চ মাসে ইনডেক্স নেগেটিভ হয়েছে (-৩.৫৭) %
২০১৮ সালের মে মাসে ইনডেক্স নেগেটিভ হয়েছে (-৬.৮৯) %
২০১৮ সালের জুলাই মাসে ইনডেক্স নেগেটিভ হয়েছে (-১.৯০) %
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ইনডেক্স নেগেটিভ হয়েছে (-৪.১৪) %
২০১৮ সালের ৬ মাস ইনডেক্স নেগেটিভ আচারন করেছে ,

এখন প্রজুন্ত ইনডেক্স ২০১৮ সালে (-১২.৯৫)% নেগেটিভ হয়েছে ।

২০১৮ সালের ৯ মাসের মধ্যে ৩ মাস পজেটিভ ছিল

২০১৮ সালের এপ্রিল মাসে ইনডেক্স পজেটিভ হয়েছে ২.৫৩ %
২০১৮ সালের জুন মাসে ইনডেক্স পজেটিভ হয়েছে ১.১৫ %
২০১৮ সালের আগস্ট মাসে ইনডেক্স পজেটিভ হয়েছে ৫.৬২ %

রানিং মাস অক্টোবরে এখন প্রজুন্ত ১.২৫% পজেটিভ রয়েছে ।

আশা করছি নভেম্বর মাস ও পজেটিভ ই থাকবে , এবং আমাদের টার্গেট পয়েন্ট এ যেতে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ ই যথেষ্ট হবে - ইনশাআল্লাহ্‌ অর্থাৎ ০৮ নভেম্বর ২০১৮ ।



ইনডেক্স এনালাইসিস এর তৃতীয় পর্ব ঃ
=======================

আমরা পেয়ে গেছি নেক্সট মান্থ ইনডেক্স কি হতে পারে , কিন্তু এটা এখন ও আপনাদের জানাই নাই যে আমাদের প্রাথমিক টার্গেট কোথায় হতে পারে , এবার আপনাদের জানানোর পালা ।



আপনারা খুব সহজেই পিডিএফ ফাইল টি ডাউনলড করতে পারবেন 



3 comments:

Thanks